May 4, 2024, 8:26 pm

দেশীয় খেলা প্রসারের জন্য যা দরকার সরকার তা করছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, April 20, 2024
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশীয় খেলাধুলা প্রসারের জন্য যা যা দরকার সরকার তাই করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুলের শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা যাতে কোনো বিশৃঙ্খলার পথে না যায় এজন্য তাদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। আজ শনিবার বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলায় খেলাধুলার সমান সুযোগ সৃষ্টি করতে মিনি স্টেডিয়াম করার উদ্যোগে নিয়েছে সরকার। দেশি খেলাধুলায় শিশুদের উৎসাহ দিতে হবে, যাতে করে শিশুদের মেধাবিকাশ ঘটে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অধিকারও নিশ্চিত করছে সরকার। দেশীয় খেলাধুলায় গুরুত্ব দিয়ে সব উপজেলায় খেলাধুলার ব্যবস্থা করছে সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর