January 15, 2026, 11:24 pm

‘তুফান ২’ নিয়ে নতুন খবর দিলেন রায়হান রাফী

Reporter Name
  • আপডেট Saturday, July 13, 2024
  • 63 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: গেলো ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। শুরু থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ছবিটি, একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে রায়হান রাফী নির্মিত শাকিব খানের ‘তুফান’ সিনেমা। ছবিটি ভারতে মুক্তির পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিচালক রায়হান রাফী। সেখানে প্রথমে তুফানের ৩টি সিক্যুয়েল নির্মাণের খবর আনেন নির্মাতা। এরপর আবারও ভারতীয় গণমাধ্যমের সামনে পড়েন তিনি। জানালেন দ্বিতীয় সিক্যুয়েলে ঠিক কারা থাকছেন।
এই মুহূর্তে মার্কিন মুলুকে অবস্থান করছেন রায়হান রাফী। সেখান থেকে এক মুঠোবার্তায় নির্মাতা জানান, এখনও আসন্ন চিত্রনাট্য নিয়ে কিছুটা ঘষামাজা চলছে। মাস দুয়েকের মধ্যে ‘তুফান’-২ সিক্যুয়েলের শ্যুটিং শুরু হতে পারে।
রাফীর কথায়, ‘এবার আরও বড় পরিসরে আসবে তুফান ছবি। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টালিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে।’
সিকুয়েলে মিমি চক্রবর্তী আছেন কী না, এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমাদের মাথায় আছে। দেখা যাক।’
বিগত কয়েক মাস ধরে তুফান নিয়ে এদেশ-ওদেশ করে বহু ধকল গেছে নির্মাতার। তারপরও খুশি রায়হান রাফী, কারণ সবমিলিয়ে দর্শকেরা মুখ ফেরাননি ছবিটি নিয়ে। রাফী বলেন, ‘এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের ছবিতে মন দিতে পারব না।‘ তবে আপাতত ধরে নেওয়া হচ্ছে, মার্কিন মুলুক থেকে বিশ্রাম শেষ করেই হয়ত দ্রুত তুফানের নতুন সিকুয়েল নিয়ে কাজ শুরু করবেন রায়হান রাফী। এর পর শ্যুটিং শুরু হতে আর কতক্ষণ?

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর