May 21, 2024, 2:11 pm

তিন গুণীকে সংবর্ধনা দেবে ঋষিজ শিল্পীগোষ্ঠী

Reporter Name
  • আপডেট Friday, November 24, 2023
  • 51 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে অবদান রেখে চলেছে ঋষিজ শিল্পীগোষ্ঠী। ১৯৭৬ সালে এই লোকপ্রিয় দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
সংগঠনটির জন্মলগ্ন থেকেই আমাদের যুগপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ, সংরক্ষণ ও পরিবেশনার মাধ্যমে লোকপ্রিয় করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের ‘ঋষিজ পদক’ দিয়ে আসছে। দলটির ৪৭ বছর পূর্তি উপলক্ষে আজ তিন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হবে। তারা হলেন-শিক্ষা ও সাহিত্যে অধ্যাপক সৌমিত্র শেখর, অভিনয়ে ডলি জহুর এবং মুক্তিযুদ্ধ ও সংগীতে শিল্পী তিমির নন্দী। আজ শিল্পকলা একাডেমির সংগীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে গুণীজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সুরাইয়া আলমগীর।  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আবু বকর সিদ্দিক ও আরিফ রহমান। আবৃত্তি করবেন রুপা চক্রবর্তী ও ডক্টর শাহাদাৎ হোসেন নিপু। নৃত্য পরিবেশন করবেন স্পন্দন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর