May 21, 2024, 7:57 am

টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে বাড়িয়ে দিয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, April 18, 2023
  • 187 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর :: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, টেকনোলজি আমাদের চিন্তার পরিধিকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজকাল ছোট ছোট বাচ্চারা টেকনোলজির মাধ্যমে বিশ্ব ভ্রমণ করছে। তিনি বলেন, টেকনোলজির মাধ্যমে দ্রুত আমরা পরিবর্তিত হয়ে যাচ্ছি। উন্নত দেশগুলো টেকনোলজিতে অনেক ফার্স্ট। মাননীয় প্রধানমন্ত্রী আগামী প্রজন্মকে উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে ক্লাস ফাইভ থেকে বাচ্চাদের ল্যাংগুয়েজের ভাষা কোডিং শেখানো হচ্ছে। যা বাচ্চাদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণকালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শালিকা বালিকা প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন। অনুষ্ঠানে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর