স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আসর বড় দেওড়া হাজীবাড়ি এলাকায় টঙ্গী রিপোর্টাস ক্লাব কার্যালয়ে দৈনিক যুগান্তর টঙ্গী পশ্চিম ও পূর্ব প্রতিনিধির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও পূর্ব থানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম জোহান, ডা. মাইনুদ্দীন, মো: মনু মিয়া, আব্দুল কাদের, হারুনুর রশিদ, আবু সাঈদ, রুবেল মিয়া, আল আজগর, হাবিবুর রহমান, আক্কাছ আলী, মোহাম্মদ তামীম হাসান মাহমুদ, ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন কর্মবীর ও স্বপ্নদ্রষ্টা। তিনি সবসময় দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তিনি দেশের শিল্পজগতে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। বর্তমানে তাঁর গড়া প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের মাধ্যমে রুটিরুজির ব্যবস্থা হয়েছে। এই কর্মবীর মানুষটি বেঁচে থাকলে দেশের শিল্পজগত আরও অনেক দূর এগিয়ে যেত।
সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন বড় দেওড়া হাজী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা এমাদুল হক। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।