May 17, 2024, 12:54 pm

কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Saturday, April 8, 2023
  • 191 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কূটনৈতিকদের কাছে ধরণা দিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিসংঘের কাছে যত অবদার, নালিশ করেন, যে ব্যাপারে নালিশ করছেন, সেই ব্যাপারে সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই।তাদের নিয়মে নেই। এটাই সত্য ও বাস্তব। এখন বিএনপি যাবে কোথায়? আজ শনিবার রাজধানীর দারুস সালামের সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের কাছে নালিশ দেবে। জাতিসংঘের এটা কাজ নয়। কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করে না। ফখরুল ইসলাম আগেও একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। মহাসচিবকে পাননি, নিচের দিকের দুই-একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে শূন্য হাতে বাংলাদেশে ফিরে এসেছিল। তিনি বলেন, বিএনপির রাজনীতি গণমানুষের রাজনীতি নয়, বিএনপি মিথ্যাচার করে। এটাই তাদের রাজনীতি। সাম্প্রতিক রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত বলে সন্দেহ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে তারা নাশকতা করেছে। কারণ তাদের অতীতের ইতিহাস আগুন সন্ত্রাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, সংসদ সদস্য (এমপি) আগা খান মিন্টু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর