January 15, 2026, 11:47 am

কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Sunday, April 27, 2025
  • 74 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ ৯ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৭ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়।
জানা গেছে, সেনাবাহিনী ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের কাছে অস্ত্র সরবরাহ করতেন।
পরে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় অপর অভিযানে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। পরে অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেইন ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফিকে (২০) আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়। কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
গত শুক্রবার বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিক্টোরিয়া কলেজ, রানীর দিঘীর পাড়, তালপুকুর পাড়, আদালত এলাকায় অন্তত ৫০০ সদস্যের একটি গ্যাং তাদের শোডাউন করে। রাস্তায় প্রকাশে ককটেল ফাটিয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে তারা।
মোটরসাইকেল ও পায়ে হেঁটে এই শোডাউন এর কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। রাতেই কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানান, কোতোয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম। তবে তারা কোন গ্রæপের সদস্য তা জানাতে পারেনি পুলিশ।
ওসি মাহিনুল ইসলাম জানান, শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নেমে পড়ে। এসময় একটি গ্রæপের মহড়ায় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। তাদের কাছ থেকে ছুরি, চাকু এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান চলছে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর