January 15, 2026, 11:51 am

ঈশ্বরগঞ্জে নকলমুক্ত পরীক্ষায় সততা ও দক্ষতায় ইউএনও এরশাদুল আহমেদ

Reporter Name
  • আপডেট Saturday, April 26, 2025
  • 118 জন দেখেছে
মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ :: সারা বাংলাদেশের মাঝে পরীক্ষায় নকলমুক্ত করে,সততা-দক্ষতায় কর্মট হিসেবে পরিচিতি লাভ করছে ঈশ্বরগঞ্জের ইউএনও মোঃ এরশাদুল আহমেদ।তিনি উপজেলায় যোগদানের পরপরই চলমান এসএসসি-দাখিল পরীক্ষা-২০২৫ইং সালের নকলমুক্ত করার লক্ষে সংশ্লিষ্ট সবাইকে সরকারের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের জন্য পরামর্শ করেন।ইউএনও এরশাদুল আহমেদ বলেন কোন অবস্থাতেই কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা হলে নকলে সহযোগিতা করে এদের ভবিষ্যত জীবন নষ্ট করা যাবেনা। ছাত্র-ছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিয়ে পাশ করে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ-জাতির জন্য কাজ করতে পারে। বিশেষ করে সম্মানিত শিক্ষকরা পরীক্ষা হলে অর্পিত দায়িত্ব পালন করার আহবান করেন।ইউএনও এরশাদুল আহমেদ নকলমুক্ত পরীক্ষা নেওয়ার লক্ষে উপজেলার সর্বস্তরের লোকজন ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন।সাজ্জাদ নামের এক অভিভাবক প্রতিনিধিকে বলেন,ইউএনও স্যার একজন দক্ষ-কর্মট  অফিসার।উনার মাঝে সততা রয়েছে।ইউএনও’র কাছে অন্যায়ের স্থান নেই।আমি ইউএনও স্যারের সফলতা কামনা করছি।গত বৃহস্পতিবার ইউএনও এরশাদুল আহমেদ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও চরনিখলা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্র পরিদর্শন করেন।এব্যাপারে ইউএনও এরশাদুল আহমেদ বলেন দেশকে উন্নতি করতে হলে দূর্ণীতি-নকলমুক্ত করতে হবে।আমি সরকারের অর্পিত দায়িত্ব পালন করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর