স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় একটি কারখানায় পিএম কর্তৃক শ্রমিকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার সকালে এই বিক্ষোভ করে।
শ্রমিকরা জানায়, কাঠালদিয়া এলাকায় বিল্লা রিসোর্ট লিমিটেড নামক কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) আশরাফুল ইসলাম কর্তৃক বিভিন্ন সময় কথায় কথায় শ্রমিকদের মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। শ্রমিকদের দাবি পিএম এর বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ চলবে। বিকেল ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ চলছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমাধানের চেষ্টা চলছে।