April 26, 2024, 11:16 am

গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীজায়েদা খাতুন বেসরকারি ভাবে নির্বাচিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Friday, May 26, 2023
  • 150 জন দেখেছে

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন (ইভিএম) এর মাধ্যমে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী (টেবিল ঘড়ি প্রতীক) জায়েদা খাতুন। তিনি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড. মো: জাহাঙ্গীর আলমের মা। এইপ্রথম নারী মেয়র পেয়ে উল্লাসে মেতে ওঠেছে নগরবাসী।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এ সময় বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করছেন জায়েদা খাতুনের কর্মী ও সমর্থকরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এড. মো: আজমত উল্লাকে ১৩ হাজার ভোটে হারিয়েছেন। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর জায়েদাই হলেন মহানগরীর তৃতীয় মেয়র। ৪৮০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জায়েদা খাতুন (ঘড়ি প্রতীকে) ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান (নৌকা প্রতীকে) পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
এ ছাড়াও মেয়র নির্বাচনে মাছ প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল মার্কার এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, হাতপাখার গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকের মো. রাজু আহমেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট, ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশিদ ২ হাজার ৪২৬ ও হাতি প্রতীক নিয়ে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। জাহাঙ্গীর বলেন, মা বলেছে, সবাইকে নিয়ে সিটি কর্পোরেশনের উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই।
তিনি বলেন, এই জয়ের জন্য আল্লাহ্র পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মায়ের কর্মী হিসেবে তার কাজে সহযোগিতা করব, গত নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে মায়ের সাথে থেকে গাজীপুরকে পরিকল্পিত নগরী করে দেব। কোন সন্ত্রাসীর কাছে মাথা নত করবো না। গাজীপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আল্লাহ্র ওয়াস্তে আমাকে আর আমার পরিবারকে নিয়ে কেউ মিথ্যা কথা লিখবেন না, মিথ্যা ছড়াবেন না।
তিনি বলেন, আমি আমার মাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবো। প্রধানমন্ত্রী আমাদের গার্ডিয়ান। দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই। ব্যক্তিগতভাবে কারও প্রতি রাগ, ক্ষোভ নাই। গাজীপুরবাসীর সহযোগিতা নিয়ে একটা সুন্দর শহর গড়ে তুলব।
অপরদিকে ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে নির্বাচিত হয়েছেন-১নং ওয়ার্ডে আব্দুস সালাম আহমেদ আব্বাস, ২নং ওয়ার্ডে মনির হোসেন, ৩নং ওয়ার্ডে শাহিন মোল্লা, ৪নং ওয়ার্ডে কাজী আতাউর, ৫নং ওয়ার্ডে দবীর সরকার, ৬নং ওয়ার্ডে আসাদুজ্জামান তুলা, ৭নং ওয়ার্ডে কাউসার আহমেদ, ৮নং ওয়ার্ডে সেলিম রহমান, ১০নং ওয়ার্ডে খলিলুর রহমান, ১১নং ওয়ার্ডে সনজিৎ বাবু, ১২নং ওয়ার্ডে আব্বাস উদ্দীন খোকন, ১৩নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৪নং ওয়ার্ডে আলতাব, ১৫নং ওয়ার্ডে ফয়সাল আহমেদ, ১৬নং ওয়ার্ডেআবু সাঈদ মন্ডল, ১৭নং ওয়ার্ডে রফিক, ১৮নং ওয়ার্ডে কাদের মন্ডল, ১৯নং ওয়ার্ডে শাহীন আলম, ২০নং ওয়ার্ডে শহীদ, ২১নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন বাদল, ২২নং ওয়ার্ডে হাসান, ২৩নং ওয়ার্ডে খোরশেদ আলম রিপন, ২৪নং ওয়ার্ডে শিপু, ২৫নং ওয়ার্ডে মজিবুর রহমান, ২৬নং ওয়ার্ডে হাননু, ২৭নং ওয়ার্ডে জবে, ২৮নং ওয়ার্ডে হাসান আজমল, ২৯নং ওয়ার্ডে শাহজাহান সাজু, ৩০নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৩১নং ওয়ার্ডে আলমাস, ৩২নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩৪নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৩৫নং ওয়ার্ডে কাজল, ৩৬নং ওয়ার্ডে ইকবাল মোল্লা, ৩৭নং ওয়ার্ডে রাশেদুজ্জামান জুয়েল, ৩৮নং ওয়ার্ডে হাজী মনিরুজ্জামান, ৩৯নং ওয়ার্ডে বিল্লাল, ৪০ নং ওয়ার্ডে নজরুল ইসলাম বেকি, ৪১নং ওয়ার্ডে আমজাদ মোল্লা, ৪২নং ওয়ার্ডে সুলতান আহমেদ, ৪৩নং ওয়ার্ডে রাসেল, ৪৪নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম দিপু, ৪৫নং ওয়ার্ডে রিপন, ৪৬নং ওয়ার্ডে নূরুল ইসলাম নূরু, ৪৭নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৪৮নং ওয়ার্ডে সফিউদ্দিন, ৪৯নং ওয়ার্ডে আমির হামজা, ৫০নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক, ৫১নং ওয়ার্ডে আমজাদ, ৫২নং ওয়ার্ডে জাহাঙ্গীর, ৫৩নং ওয়ার্ডে সোলায়মান হায়দার, ৫৪নং ওয়ার্ডে বিল্লাল হোসেন মোল্লা, ৫৫নং ওয়ার্ডে আবুল হাশেম, ৫৬নং ওয়ার্ডে আবুল হোসেন, ৫৭নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর