January 15, 2026, 5:45 pm

ঢাকায় ফিরছে বিপিএল, আজ মিরপুরে দুই ম্যাচ

Reporter Name
  • আপডেট Thursday, January 15, 2026
  • 13 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: অবশেষে দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র ঢাকার মিরপুরে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট ও চট্টগ্রাম পর্ব পেরিয়ে ১৮ দিন পর আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা পর্ব, যেখানে লিগ পর্বের শেষ ম্যাচগুলো ও প্লে-অফকে সামনে রেখে উত্তেজনা ছড়াতে প্রস্তুত দলগুলো।
ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম খেলায় দুপুর একটায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ছয়টায় দিনের দ্বিতীয় খেলায় সিলেট টাইটান্সের প্রতিপক্ষ টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকায় ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ ছয় ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলায়। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, ফাইনাল হবে ২৩ জানুয়ারি। ১৬ জানুয়ারি দুপুরে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যায় মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। লিগ পর্বের শেষ দিনে, ১৭ জানুয়ারি, দুপুরে রংপুর রাইডার্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এবং সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
লিগ পর্ব শেষে বিরতি না দিয়েই শুরু হবে প্লে-অফ পর্ব। ১৯ জানুয়ারি দুপুরে তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় মাঠে গড়াবে কোয়ালিফায়ার-১, যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। এরপর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-২। আর ২৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকাতেই অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল, যার মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে বড় টি-২০ আসরের।
সিলেটে হয়েছে লিগ পর্বের ২৪টি ম্যাচ। এর মধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। আট ম্যাচে ছয় জয়ে শীর্ষে রাজশাহী। সাত ম্যাচে পাঁচ জয়ে ২ নম্বরে চট্টগ্রাম রয়্যালস। সবচেয়ে বেশি ৯ ম্যাচ খেলা সিলেট টাইটান্স সমান পাঁচ জয়ে আছে ৩ নম্বরে। আর ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্সের আট ম্যাচে জয় চারটি। তবে, সমান আটটি করে ম্যাচ খেলা ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেসের জয় সমান দুইটি করে। রংপুর পা হড়কালে ঢাকা ও নোয়াখালীর সুযোগ থাকবে প্লে অফ খেলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর