January 15, 2026, 7:49 pm

চট্টগ্রামে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে অন্তর্বর্তী সরকার

Reporter Name
  • আপডেট Saturday, April 26, 2025
  • 43 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সেটা নগরে নয়, দক্ষিণ চট্টগ্রামে। এ জন্য কর্ণফুলী উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নতুন উপজেলা ভবনের পাশে খলিল মীর কলেজসংলগ্ন জায়গা পরিদর্শন করেন তিনি।
এ সময় হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাবনা মূল্যায়ন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা নূরজাহান বেগম। পাশাপাশি ওই স্থানে হাসপাতাল নির্মিত হলে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষ স্বাস্থ্যসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, একান্ত সচিব ডা. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর