মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দীন। আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন, কাজী হারুন, সাদ্দাম সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রভাষক বশির উদ্দীন বলেন, মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে যুবকদেরকে ফিরিয়ে আনতে মাঠে-ঘাটে খেলা-ধূলার কোন বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অপরাধ থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগ দিতে হবে।