January 15, 2026, 7:34 pm

বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামের খেদমত দেখতে চায় : মাসুদ সাঈদী

Reporter Name
  • আপডেট Friday, April 25, 2025
  • 30 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে। এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামের খেদমত দেখতে চায়। আজ শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুরের পৌরশহরে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশের মানুষ দেখতে চায় জামায়াত কীভাবে দেশ পরিচালনা করে। জামায়াত চেষ্টা করছে বাংলাদেশকে কীভাবে উন্নত বিশ্বের সঙ্গে রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।
তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জামায়াত। জামায়াতের দাওয়াত জনগণ গ্রহণ করছে এবং মানুষ অভাবনীয় সাড়া দিচ্ছে। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর