January 15, 2026, 9:04 pm

নাটোরে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, April 24, 2025
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোর জেলায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বুধবার রাতে মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে মেলা ভূমিকা পালন করবে। জেলা সদর থানা সংলগ্ন মাঠে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এই মেলার আয়োজন করেছে। মেলায় দেশের ১৫টি জেলার ব্যবসায়ীরা ৫০টি স্টল এবং তিনটি প্যাভেলিয়নে তাদের পণ্য প্রদর্শন করছেন। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্যে পাঁচটি রাইড রয়েছে। মেলার প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর