January 15, 2026, 9:16 pm

টঙ্গীতে ট্রেনে ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, April 23, 2025
  • 32 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আয়না বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে টঙ্গীর মদিনাপাড়া মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা নারী আয়না বেগম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিষপুকুর গ্রামের মৃত হামিদ সরকারের স্ত্রী। তিনি টঙ্গীর মদিনা পাড়া খান বাড়ী আলোর ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গীর মদিনা পাড়া রেললাইন দিয়ে হাটছিলেন আয়না বেগম। এসময় নরসিংদী থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের সাথে অসাবধানতাবশত ধাক্কায় লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর