January 15, 2026, 9:08 pm

কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠন করা হবে : শ্রম উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, April 23, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ইন্টারনাল কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার (২৩ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শ্রম মন্ত্রণালয়ে আমরা একটা ইন্টারনাল কমিটি করব। এই কমিটি সবকিছু বিবেচনা করে কাজ করবে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার ওপর ভিত্তি করে যতটুকু বাস্তবায়ন করা যায় তার সবই করা হবে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা কী বললেন, তার জন্য অপেক্ষা না করে আমরা পূর্ণাঙ্গ এই রিপোর্ট নিয়ে কাজ করব। ডিসেম্বরের মধ্যে কী কী সংস্কার করে ফেলা যাবে— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তো বসে থাকব না। আগামীকাল থেকেই কাজ শুরু করব। আমরা যদি ডিসেম্বরকে ধরে আগাই তাহলে তো নভেম্বর থেকে শুরু করা হবে। ফলে যেসব সুপারিশ বাস্তবায়ন করা যায় সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা আরও বলেন, শ্রমিকদের মজুরি বোর্ডের প্রয়োজন আছে। আমি শুনেছি ট্যানারি মালিকরা অনেকের বেতন বাড়িয়েছেন, আবার অনেকের বেতন বাড়াননি। পুরো বিষয়টা নিয়ে আমরা কাজ করব।
এদিকে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমের ভূমিকা ছাড়া এই প্রতিবেদন তৈরি করা সম্ভব ছিল না। বিভিন্ন পেশার মানুষ মিলে আমরা কাজটি করেছি। আমরা চেষ্টা করেছি রিপোর্টটি এমনভাবে সাজাতে যাতে সংক্ষেপে সবাই বুঝতে পারেন। আমরা ফাইলবন্দি কোনো প্রতিবেদন করতে চাই না। এটা বাস্তবায়নের জন্য একত্রে কাজ করতে চাই। একজন মানুষের মানসম্মত জীবনযাপনের জন্য যে বেতন প্রয়োজন সেটার জন্য একটা পৃথক মজুরি বোর্ড থাকা জরুরি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর