January 15, 2026, 9:21 pm

বিকেএসপিতে চীনের তাই চি সেন্টার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, April 23, 2025
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিকে সামনে রেখে বিকেএসপিতে চীনের জনপ্রিয় খেলা তাই চি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওয়াং চি লিয়াঙ্গ ও বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উশু নাম ফলক উন্মোচন করে এ সেন্টারের উদ্বোধন করেন। বিকেএসপি– ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির আওতায় ক্রীড়া ও শিক্ষা বিনিময়ের ক্ষেত্রে ইউননান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেএসপিতে তাই চি সেন্টার খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উদ্বোধন শেষে ২২ সদস্যের চীনা প্রতিনিধি দলটি বিকেএসপির উশু প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এক ডিসপ্লে উপভোগ করেন। বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে প্রতিনিধি দলের সৌজন্যে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাপরিচালক প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক উপহার সামগ্রী বিনিময় করা হয়। প্রতিনিধি দলটি সবশেষে বিকেএসপিতে বিদ্যমান সকল ক্রীড়া স্থাপনা বিশেষ করে ক্রিকেটের ইনডোর ও ক্রিকেট ফিল্ড ঘুরে দেখেন এবং বিকেএসপিতে খেলাধুলার অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিদ্যমান থাকায় সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য প্রতিনিধি দলটি বিকেএসপি কর্তৃক ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে একটি ক্রিকেট প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ধরনের প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত ও কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং আগামী মে/জুন মাসে ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়েও একটি ক্রিকেট সেন্টার উদ্বোধন হলে বিকেএসপি কর্তৃক ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে। উল্লেখ্য, বিকেএসপি গ্রাউন্ডসম্যান কর্তৃক ইউননান মিনজু বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে পিচ ও ক্রিকেট খেলার মাঠ। একই সাথে বিকেএসপির ক্রিকেট কোচবৃন্দ উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করবে। এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠান খেলাধুলায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ দেশের ক্রীড়ার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর