স্টাফ রিপোর্টার, গাজীপুর :: যমুনা শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা দেশ বরণ্য শিল্পপতি অনন্য প্রতিভার অধিকারী ও দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া মাহফিল ও কুরআন খানির আয়োজন করা হয়। গাজীপুর জেলা পরিষদ ও টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার এবং টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামানের উদ্যোগে টঙ্গীর গুটিয়া মাদ্রাসা, রাজনগর, সাতাইশ মসজিদ মাদ্রাসা, ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে শনিবার বাদ জোহর দোয়া মাহফিল ও কুরআনখানির আয়োজন করা হয়।
আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় হাসান উদ্দিন সরকার বলেন, নুরুল ইসলাম বাবুল অন্যায়ের সাথে কখনই আপস করেন নাই। তিনি অত্যন্ত সৎ সাহসি মানুষ ছিলেন। দেশের টাকা বিদেশে পাচার করেন নাই। বরং বিদেশ থেকে টাকা এনেছেন। হাসান সরকার আরো বলেন, অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলেও নূরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলো না। তার কোন দুর্নাম নেই, বদনাম নেই। নুরুল ইসলাম ছিলেন দেশের শিল্প জগতের একজন পথিকৃৎ, স্বচ্ছ ও সাচ্চা ব্যবসায়ী।
পেশাজীবি সংগঠনের নেতা শাহাব উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের জনতার ভারপ্রাপ্ত সম্পাদক ও মরহুম নূরুল ইসলাম বাবুলের ভাতিজা রায়হান আহমেদ হৃদয়। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এনাম আহমেদ, মাওলানা আব্দুস সামাদ, সমাজ সেবক হাজী বাবর আলী, দৈনিক নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি শেখ আজিজুল হক, দৈনিক যুগান্তরের টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি, মো. জাকির হোসেন, টঙ্গী পূর্ব খানা প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, গাছা থানা প্রতিনিধি এমআর নাসির, যুগান্তর পাঠক তাজুল ইসলাম বেপারী, মো. জসিম উদ্দিন, আতাউর রহমান আতিক, মো. ওমর ফারুক, আব্দুস সাত্তার, আলী আহমেদ টুকু, মো. খোকন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা আসিফ বিন হারুন। শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।