January 15, 2026, 9:49 pm

গাজীপুরে শিশু অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা: গ্রেফতার ২

Reporter Name
  • আপডেট Saturday, July 13, 2024
  • 54 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কোণাবাড়িতে অপহরণের পর এক শিশুকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত  শুক্রবার এক যৌথ অভিযানে ঘটনার মূল হোতা সাগর ও তার সহযোগী হাসানকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গত ৭ জুলাই তামিম নামের ওই শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে ওইদিন কোণাবাড়ি থানায় জিডি করে শিশুটির পরিবার।
পরদিন অপরিচিত এক নম্বর থেকে ফোন করে নিখোঁজ শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে ১০ জুলাই কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড়ার একটি বাগানে তামিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
সেদিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরবর্তীতে গতকাল দিনব্যাপী অভিযানের পর ঘটনার মূল হোতা সাগর ও সহযোগী হাসানকে গ্রেফতার করে র‍্যাব। আসামিরা প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর