স্টাফ রিপোর্টার :: শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকালে টঙ্গী সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটির নেতৃত্বদেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো.সেলিম খানসহ মহানগর ছাত্রলীগের থানা ও ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীরা।