January 15, 2026, 7:12 pm

টঙ্গীতে ভুয়া ডাক্তার আটক

Reporter Name
  • আপডেট Tuesday, July 9, 2024
  • 66 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকার একটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে উসমান গনি (৩৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে গাজীপুর জেলা সিভিল সার্জন। আজ মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়। উসমান গনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাদিরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ ১২ বছর ধরে টঙ্গীর সাতাইশ এলাকায় সাতাইশ স্কুলের উত্তর পাশে সরকার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছেন উসমান গনি। গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উসমান গনিকে আটক করে।
সিভিল সার্জন মাহমুদা আক্তার জানান, কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় উসমান গনি ওষুধের ব্যবসা করতে পারবেন, কিন্তু তিনি ডাক্তার নন। ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখায় তাকে আটক করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, আটককৃত উসমান গণিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর