January 15, 2026, 8:25 pm

লক্ষ্মীপুরে বিচার নিষ্পত্তিতে বিলম্বের কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Monday, July 8, 2024
  • 53 জন দেখেছে

মো: নূর হোসেন, লক্ষ্মীপুর :: লক্ষীপুর জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি গত ২৯ জুন আদালত ভবনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে সভাপতিত্বে করেন লক্ষীপুর জেলা দায়রা জজ শাহিন উদ্দিন। সেমিনারে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো: সাদেকুর রহমান, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুন্যাল, মো: মোমিনুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, সম্রাট সীনা, অতিরিক্ত জেলা প্রশাসক, মো: হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দা আমিনা মারিয়ম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নূরুল আফসার, যুগ্ম জেলা ও দায়রা জজ, কাজী খফরুল আবেদীন, সিনিয়র সহকারী জজ, এম আর হাসান ফাকিল, সহকারী জজ, ফাহমিদা সুলতানা, সহকারী জজ, জান্নাতুল আদন শিরিন, জেলা লিগ্যাল এইড অফিসার ও মো: রফিকুল্লাহ, প্রাক্তন সম্পাদক জেলা আইনজীবী সমিতি প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লক্ষীপুর বারের আইনজীবী, জেলায় কর্মরত বিভিন্ন থানার কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জনগনের সুবিধার জন্য প্রশাসন কাজ করছে। জনগণ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সিভিল সার্জন, জেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও থানায় কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের আহ্বান জানান। বক্তারা জনগনের সুবিধার্থে দ্রুতবিচার কাজ নিশ্চিত করতে নিজ দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। আমার কর্মময় জীবনে কক্সবাজার জেলায় কাজ করে জনগনের প্রশংসা পেয়েছি। তেমনীভাবে লক্ষীপুর জেলায় কাজ করে জনগনের প্রশংসা পেতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর