January 15, 2026, 7:34 pm

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, July 7, 2024
  • 81 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নওগা :: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগের উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশে বলেছেন- বসতভিটার আনাচ-কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে।
আজ রবিবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনাসভায় উপস্থিত কৃষদের লক্ষ্য করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলো বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহির্বিশ্বে রপ্তানি করা যায়, সে লক্ষ্যে কৃষিসমাজকে কাজ করে যেতে হবে। আর এ জন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার, বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।’
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসা. শাপলা খাতুন স্বাগত বক্তব্য দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান, নঈমুদ্দীন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য দেন। এরপর প্রধান অতিথি দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর