January 16, 2026, 4:51 pm

সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ছাত্রদল পরিচালিত হবে: নাছির উদ্দীন

Reporter Name
  • আপডেট Sunday, April 20, 2025
  • 134 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে ছাত্রদল পরিচালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। আজ রবিবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নির্দেশনা দিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে ছাত্রদল পরিচালিত হবে। এটার একটি প্রেক্ষাপট রয়েছে। আপনারা দেখেছেন খুনি সংগঠন (ছাত্রলীগ)। যেটি কি না সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে। সেই সংগঠন তাদের সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতো। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। নারীদের জন্য রাজনীতিকে কঠিন করে দেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে। এর বিপরীতে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি চলমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেরকম প্রচেষ্টা চলছে।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুলতান আহমেদ রাহী, যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান মিঠু, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনকে সামনে রেখে ভোটার হতে দুই হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে দুই হাজার ২ জনকে। এখনো ফলাফল না জানা গেলেও এরমধ্যে ১৩৩১ জন ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের এ সম্মেলনে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর