January 16, 2026, 12:17 am

সাতক্ষীরায় বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Reporter Name
  • আপডেট Sunday, April 20, 2025
  • 74 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরা জেলার সদর উপজেলায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় ব্যক্তিদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, এ সময় হাড়দ্দহ গ্রামের ১১৮ জন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু- যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন চিকিৎসকের পরামর্শ নেন এবং ওষুধ গ্রহণ করেন।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্ত পাহারা দেয়ার পাশাপাশি মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর