January 15, 2026, 11:24 pm

ভোলায় বিপুল প‌রিমাণ ইয়াবাসহ আটক ১

Reporter Name
  • আপডেট Sunday, July 14, 2024
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ভোলা :: ভোলায় ইয়াবাসহ মো. আওলাদ হো‌সেন আলাউ‌দ্দিন (৩৫) না‌মে একজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃত আলাউ‌দ্দিন ভোলার লাল‌মোহন উপ‌জেলার কালমা ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডের চরলক্ষ্মী গ্রা‌মের মো. আজাহার মী‌রের ছে‌লে। রোববার ভো‌রের দি‌কে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার হা‌কিমউ‌দ্দিন চৌরাস্তা এলাকা থে‌কে তা‌কে আটক করা হয়।
রোববার দুপু‌রের দি‌কে পু‌লিশ সুপার কার্যাল‌য়ের হলরু‌মে এক সংবাদ স‌ম্মেল‌নে ভোলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মামুন অর র‌শিদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা জান‌তে পে‌রে‌ছি ঢাকার সদরঘাট থে‌কে তাস‌রিফ-১৪ না‌মে এক‌টি যাত্রীবা‌হী ল‌ঞ্চে ক‌রে এক ব‌্যাক্তি ইয়াবাসহ হা‌কিম উ‌দ্দিন আস‌ছেন। ওই সংবা‌দের ভি‌ত্তি‌তে ভো‌রের দি‌কে অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন বোরহানউ‌দ্দিন থানার পু‌লিশ। এসময় লঞ্চ থে‌কে নে‌মে এক‌টি অ‌টো‌রিকশা ক‌রে আসা আওলাদ হো‌সেন আলাউ‌দ্দিনকে তল্লাশী চা‌লি‌য়ে তার কাছ থে‌কে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত‌কে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে দায় স্বীকার ক‌রেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর