May 1, 2024, 11:09 pm

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

Reporter Name
  • আপডেট Thursday, April 18, 2024
  • 10 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রার ঢাকা সফর স্থগিত হয়েছে। আগামী শনিবার তার ঢাকা আসার কথা ছিল। অনির্বায কারণে তার সফরটি স্থগিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। কূটনৈতিক সূত্র জানিয়েছিল, বিনয় কাত্রা একদিনের জন্য ঢাকা সফরে আসতে পারেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র তুলে দেবেন। আজ বৃহস্পতিবার এ সফর স্থগিত করার কথা জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারত সফর করতে পারেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা ছিল। ৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‌প্রধানমন্ত্রীর ভারত সফর অবশ্যই হবে। তবে ভারতের লোকসভা নির্বাচনের পর। সেটি কখন হবে, তা নিয়ে কোনো আলোচনা এখনো অফিশিয়াল লেভেলে হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর