January 15, 2026, 9:19 pm

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাছা থানায় তিন হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতার গাজীপুর আদালতে হাজিরা

Reporter Name
  • আপডেট Tuesday, April 22, 2025
  • 23 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশেমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।
তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী ড. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এনটিএমসি প্রধান জিয়াউল আহসান, সাবেক এমপি নজরুল ইসলাম মজুমদার।
গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় উল্লেখিত আসামিদের গাজীপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। পরে হাজির করা আসামিদের তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক মো. ওমর হায়দার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আসামিদের আদালতে হাজির করা উপলক্ষে আদালত পাড়ায় সকাল থেকেই কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে আসামিদের দুটি পৃথক প্রিজন ভ্যানে করে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে কড়া পুলিশ প্রহরায় আদালতের এজলাসে তোলা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিদের পুনরায় কড়া নিরাপত্তায় আদালত চত্বর থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার পরে স্থানীয় বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুর মহানগর কোট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী জানান, আসামিদের মধ্যে ডাক্তার দীপু মনি, জোনায়েদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্যান্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর