January 15, 2026, 3:10 pm

বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

Reporter Name
  • আপডেট Thursday, July 4, 2024
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বৃক্ষরোপণ করেন, আর খালেদা জিয়া-তারেক রহমান সেই গাছ কাটে-পোড়ায়। বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, “বাংলার মানুষের বিশ্বাস এবং আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ‘গাছ লাগাও দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করে চলেছি। ”
৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর রাজিবের পরিচালনায় উপস্থিত ছিলেন শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আগা খান মিন্টু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপ-প্রচার সম্পাদক প্রফেসর এম এ হামিদ, কার্যনিবাহী সদস্য সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন তিতু, শাহ আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম মোল্লা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রানী চক্রবর্তী, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর