May 2, 2024, 6:07 am

ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা

Reporter Name
  • আপডেট Friday, March 31, 2023
  • 318 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রানে ৬ উইকেট। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এমন বিধ্বংসী বোলিংই করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি। তাঁর ঘূর্ণি ছোবলে ৩৭ ওভারে ১৪৩ রানে গুঁড়িয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রাব্বির মারাত্মক বোলিংয়ের বিপক্ষে বুক চিতিয়ে যা একটু লড়াই করেছেন মোহাম্মদ হারুন খান। তাঁর হাফসেঞ্চুরির কল্যাণেই ১৫০-এর কাছাকাছি গিয়েছে আফগান যুবাদের স্কোর। রিজওয়ান চৌধুরী (৪৯ বলে ৪৩) এবং জিশান আলমের (১৯ বলে ৩৫ রান) দারুণ ব্যাটিংয়ে ওই রান ২৩.২ ওভারে ছাড়িয়ে গিয়ে ৬ উইকেটের জয়ে শিরোপা উত্সবে মাতোয়ারা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আবুধাবির টলারেন্স ওভাল মাঠে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামেন আফগান যুবারা। শুরুটা একেবারে খারাপও হয়নি। ১ উইকেট হারিয়ে ৫০ পেরিয়ে যায় দলীয় স্কোর; কিন্তু রাব্বি আক্রমণে আসতেই তাদের ব্যাটিং লাইনে নামে বড় একটা ধস। এ সময়ে মাত্র ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ১ উইকেটে ৫৩ রান থেকে ৫ উইকেটে ৬০ রানে পরিণত হয় আফগানদের স্কোর। এই চার উইকেটের তিনটিই নেন রাব্বি। এরপর ষষ্ঠ উইকেটে খালিদ তানিওয়ালের সঙ্গে ৫৪ রানের একটি জুটি গড়ে উঠলে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ১০০ পেরোয় আফগানদের স্কোর; কিন্তু তানিওয়ালকে সরাসরি বোল্ড করে জুটিটা ভাঙার পরও রাব্বির উইকেট উত্সব চলতে থাকলে আর বেশিদূর যেতে পারেনি তারা। আফগানদের হয়ে ৬২ বলে সর্বোচ্চ ৬৫ রান করেছেন মোহাম্মদ হারুন খান। তাঁরটিসহ ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন রাফি উজ্জামান রাফি। উল্লেখ্য যে, বাংলাদেশ ও আফগানিস্তানের পাশাপাশি এই সিরিজের অংশ নিয়েছিল শ্রীলঙ্কা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর