নিজস্ব প্রতিবেদক:: সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে চার সদস্যের একটি সক্রিয় ছিনতাইকারী ও চোরচক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
ডিবি জানায়, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আ. মুত্তালিবসহ সঙ্গীয় ফোর্স বুধবার রাত ১১ টার সময় আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজু মিয়া (৩৪), রাখু মিয়া (৪৮), সাইদুর মৃধা (৩০) ও মো. সোহেল রানা (৩২)। তাদের মধ্যে কয়েকজন আশুলিয়ার বাইপাইল পলাশবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
ডিবি আরও জানায়, আসামিদের সিডিএমএস (ক্রিমিনাল ডেটাবেজ) পর্যালোচনায় দেখা যায় রাজু মিয়ার বিরুদ্ধে দুটি মামলা, রাখু মিয়ার বিরুদ্ধে একটি মামলা এবং সোহেল রানার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোর ও ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।