May 2, 2024, 2:47 am

টঙ্গী বাজারে মোবাইল কোর্টের অভিযান ১৭ বস্তা চিনি উদ্ধার ১লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Thursday, April 18, 2024
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে অবৈধভাবে ভারতীয় চিনি বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন। এ সময় আয়েশা স্টোর থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এছাড়াও কোন বৈধ ভাউচার দেখাতে না পারায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ (১) (ঞ) ধারা অনুযায়ী আয়েশা স্টোরকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত চিনি সরকারি বালক উন্নয়ন কেন্দ্র, জয়দেবপুর দারুসসালাম এতিমখানা (গোরস্তান), আল জামিয়া দারুল উলুম মাদ্রাসায় বিতরণ করা হয়। অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর