January 16, 2026, 4:51 pm

টঙ্গীতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, January 10, 2026
  • 31 জন দেখেছে

শারমিন খানম :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় এরশাদ নগর জাগরণী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম সাকিল পারভেজের সঞ্চালনায় এবং টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদ, শামীম মাহমুদ, আব্দুল মালেক ও নুরুল ইসলাম। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, আলাউদ্দিন, সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং প্রায় এক হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর