January 15, 2026, 7:37 pm

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রলবোমা উদ্ধার

Reporter Name
  • আপডেট Friday, April 25, 2025
  • 29 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রল বোমা উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের আওতাধীন সীমান্ত মেইন আন্তর্জাতিক পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কের ওপর অভিযান চালায় চকপাড়া বিওপি’র একটি টহল দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মহাসড়কের ওপর দুটি আম বহনকারী ঝুড়ি (ক্রেট) ফেলে পালিয়ে যায় গাড়ির জন্য অপেক্ষমান দুই ব্যাক্তি।
বিজিবি আরো জানায়, তারা ওই ঝুড়িগুলো রাজশাহী শহর অভিমুখে পরিবহন করত মর্মে বিজিবি’র নিকট গোয়েন্দা তথ্য ছিল। পরে টহল দল ঝুড়িগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় লালটেপ মোড়ানো ৯৯টি ককটেল এবং কোমল পানীয়র কাঁচের বোতলে তৈরি ৪০টি পেট্রল বোমা উদ্ধার করে।
রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানটির ব্যাপারে বিস্তারিত জানান।
বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশে এগুলো চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা ব্যবহার করে পরিবহনের চেষ্টা করা হয়। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বা অন্যকোনো যোগসূত্র এখনো জানা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ, র‌্যাব ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর