January 15, 2026, 11:27 pm

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি, গ্রেফতার ৫

Reporter Name
  • আপডেট Saturday, July 13, 2024
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :: চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মূলহোতাসহ গ্রেফতার ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতার আরিফুল ইসলাম ভটা, তার স্ত্রী শারমিন আক্তার, তাদের ৩ সহযোগী ইবরাহিম খলিল, ইউসুফ আলী ও শ্রী দিপক কর্মকার। এদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে সদর থানায় আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, দুটি আংটি ও চুরির কাজে ব্যবহত একটি মোটরসাইকেলসহ কিছু মাদক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ভটা চুরির বিষয়ে অত্যন্ত পরদর্শী এবং তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫ হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর