January 15, 2026, 9:18 pm

চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে : মেয়র শাহাদাত

Reporter Name
  • আপডেট Tuesday, April 22, 2025
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে। প্রথমে অস্বচ্ছল অথচ মেধাবী, এমন শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। এরপর সেই তালিকা অনুযায়ী তাদের সহায়তায় মেধাবৃত্তির একটি টেকসই কাঠামো গড়ে তোলা হবে।’ আজ মঙ্গলবার (২২ এপ্রিল) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি সিটি করপোরেশনের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক তা নয়, তারা যাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে ওঠে। এজন্য স্কুলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সভায় অংশগ্রহণকারী ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর