January 16, 2026, 12:16 am

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ‘অ্যাম্বাসেডর’ নামাচ্ছে এনসিপি

Reporter Name
  • আপডেট Saturday, January 10, 2026
  • 29 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে । একই দিন অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে  দেশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। যেসব আসনে তাদের নিজেদের প্রার্থী থাকবে সেখানে ওই প্রার্থীর নেতৃত্বে এবং যেসব আসনে নিজেদের প্রার্থী থাকবে না সেখানে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ করে প্রচারণা চালাবে দলটি।

এনসিপি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্ব দেবেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটির একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই দেশব্যাপী গণভোটের প্রচারে নামবে তারা। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, খুব শিগগিরই আমরা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ক্যাম্পেইনে নামব। ‘হ্যাঁ’কে বিজয়ী করার লক্ষ্যে আসনভিত্তিক অ্যাম্বেসেডর বা প্রতিনিধি দেওয়া হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।
কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে জোর প্রচারণার পরিকল্পন :
জানা গেছে, গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সংগঠিত প্রচারণা শুরু করতে চায় এনসিপি। খুব শিগগিরই দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের নেতৃত্বে এ ক্যাম্পেইন শুরু করা হবে। সারা দেশে মোট ২৭০ জনকে ‘হ্যাঁ ভোট অ্যাম্বাসেডর’ ঘোষণা করা হবে। তারা কেউই সংসদ নির্বাচনের প্রার্থী নন। গণভোটে দলের অবস্থান ও বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ে জনমত গড়ে তোলাই হবে তাদের মূল দায়িত্ব।
দলীয় নেতারা মনে করছেন, পরিকল্পিত এই কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে স্পষ্ট হবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হবে। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, গণভোটকে সামনে রেখে আমরা ২৭০ জন এম্বাসেডর বা প্রতিনিধি ঘোষণা করব। তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করবেন এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। ৩০০ আসনের মধ্যে ২৭০ আসনে কেন প্রতিনিধি দেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জোটের যেসব আসনে প্রার্থী থাকবে, সেখানে তারাই কাজ করবেন। যেসব আসনে আমাদের প্রার্থী নেই, সেখানেই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর