January 15, 2026, 11:25 pm

কালীগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Sunday, July 14, 2024
  • 60 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি।
আওয়ামী লীগ নেতা শফিউল কাদের নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, শরিফুল ইসলাম সরকার তোরণ, আব্দুল গনি ভূঁইয়া, এবিএম তরিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, তাসলিমা রহমান লাভলী, মোজাম্মেল হক, আফসার হোসেন, বাদল হোসেন, আশরাফউজ্জামান প্রমুখ।
এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আখতারউজ্জামান বলেন, আজকের ৭৫ বছরের আওয়ামী লীগ সৃষ্টি করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সৃষ্টি করেছেন জাতীয় চার নেতাকে, আওয়ামী লীগ সৃষ্টি করেছে মাওলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরোয়ার্দীকে।
আওয়ামী লীগের চূড়ান্ত ফসল জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত ৪৩ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীকে তাক করিয়ে দিয়ে উন্নয়নের রোল মডেলের সৃষ্টি করেছেন। এই যাত্রা সামনের দিকে যাবে এবং এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর