স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরের হরতুকিচালা এলাকার গ্লোব কেবল লিমিটেডের কারখানায় গত রবিবার রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুটে নেওয়া হয়েছে নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল। এ সময় ডাকাতদলের সদস্যরা কুপিয়ে ও পিটিয়ে কারখানার পাঁচ নিরাপত্তাকর্মীকে আহত করেছে। এ ঘটনায় কারখানার সহকারী ব্যবস্থাপক সুলতান উদ্দিন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার হরতুকিচালা এলাকায় প্রতিষ্ঠিত জনকণ্ঠ পরিবারের গ্লোব কেবল লিমিটেড কারখানায় রবিবার রাত ৯টার দিকে ৩৫ থেকে ৪০ জনের একদল ডাকাত তারকাটার বেড়া টপকিয়ে কারখানার ভেতরে ঢুকে। পরে ডাকাতদলের সদস্যরা কারখানার ১২-১৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা কারখানার লকার ভেঙে পৌনে তিন লাখ টাকা, কারখানার গোডাউন থেকে বৈদ্যুতিক তার, জিআই তারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে একটি ট্রাকে ভরে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় মামলার বাদী কারখানার সহকারী ব্যবস্থাপক সুলতান উদ্দিন বলেন, ‘রাত ৯টার দিকে প্রথমে কয়েকজন মুখোশধারী ডাকাত তারকাটার বেড়া টপকিয়ে ভেতরে ঢুকে। পরে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানার সব নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাকে জিম্মি করে নগদ অর্থসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।’
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।