আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অথবা দেশটির প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় পারমাণবিক আলোচনা শুরুর প্রেক্ষাপটে দেশটির প্রধান দুই নেতার কারো সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তখন তিনি তাদের সাথে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেন।
এদিকে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকিতে গাজা ও লেবাননের যুদ্ধ, ইয়েমেনে সামরিক হামলা, সিরিয়ার শাসক পরিবর্তন এবং ইরান-ইসরাইলের মধ্যে হামলা-পাল্ট হামলায় উত্তেজনাপূর্ণ হয়ে থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করেছে। ইরানে বড় ধরনের কোনো হামলা হলে তা পারস্য উপসাগীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই অঞ্চলটি বিশ্বের তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশের যোগান দেয়।