January 15, 2026, 7:42 pm

আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই তা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই: জিসিসি প্রশাসক

Reporter Name
  • আপডেট Thursday, January 15, 2026
  • 23 জন দেখেছে

শেখ কামরুল হাসান শাহা, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী।
মতবিনিময় সভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম গঠনমূলক ভূমিকা রাখবে। গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই-তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।
তিনি আরও বলেন, ‘নির্বাচন ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এই কার্যক্রম সফল করতে সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। মানুষের ভোট দেওয়ার অধিকার রক্ষা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করলে নির্বাচন ঘিরে কোনো অস্থিরতা তৈরি হবে না, মানুষকে আর ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর