January 16, 2026, 12:16 am

আইনি লড়াইয়ে জয়ী তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ

Reporter Name
  • আপডেট Saturday, January 10, 2026
  • 26 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী দৌড়ে ফিরেছেন ডা. তাসনিম জারা। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি যাচাই-বাছাইয়ে বাতিল করা হলেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তিনি তা ফিরে পেয়েছেন। আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে কমিশন তার প্রার্থিতাকে আইনত বৈধ বলে রায় প্রদান করে।
মনোনয়ন বৈধ হওয়ার পর নির্বাচন কমিশন চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা।  তিনি বলেন, নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়ন এখন বৈধ।
তিনি বলেন, গত সাতটি দিন আমার জন্য একেবারেই অন্যরকম ছিল। দেশে ও প্রবাসে থাকা অগণিত মানুষ আমাকে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। রাস্তায় যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তখন তাদের চোখে হতাশা দেখেছি। তারা আমার প্রার্থিতা বাতিলের খবরে কষ্ট পেয়েছিলেন। আজ এই জয় তাদের সবার। এ সময় তিনি তার লড়াইয়ে পাশে থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শেষ দিনেই আবেদন জমা পড়েছিল ১৭৬টি। টানা ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই শুনানি পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর