December 10, 2023, 1:17 pm

গাজীপুরে জকি স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

Reporter Name
  • আপডেট Tuesday, November 14, 2023
  • 22 জন দেখেছে

মো. জয়নাল আবেদীন সরকার :: গাজীপুর শহরে জয়দেবপুর জকি স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাসুদ রানা এরশাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল হাদী শামীম, গাজীপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সুদীপ চক্রবর্তি , পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব রানা, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসৃর রহমান আরিফ, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন প্রমুখ ।
জয়দেবপুর জকি স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান স্কুলটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত। এখানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চলমান ক্লাশগুলোতে ৯০৫জন শিক্ষার্থী রয়েছে। ৬তলা ফাউন্ডেশনের ভবনটিতে বর্তমানে দোতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এটা নির্মাণ হলে কিছুটা হলেও শ্রেণিকক্ষ সংকট লাঘব হবে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে স্কুলটিতে সীমানা প্রাচীর এবং প্রধান ফটক নির্মাণ করা খুবই জরুরী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর