শেখ কামরুল হাসান সাহা স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযানে দেশীয় তৈরি শর্টগানসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকার শাহাদৎ স্টোর নামক একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তি শর্টগান সাদৃশ্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালায়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাব্বি সরকার (২৬), পিতা- মোঃ মোশারফ সরকার, সাং- খিলগাঁও পশ্চিমপাড়া ও আনছারুল হক আসান ভূইয়া (৩০), পিতা- মোঃ লহাস মিয়া, সাং- বড়খয়ের, থানা- পূবাইল, গাজীপুর।
গ্রেফতারের পর মোঃ রাব্বি সরকারের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি সবুজ ও গোলাপি রঙের চাদরে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি শর্টগান সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে ১ টি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।