January 16, 2026, 10:52 pm

২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব

Reporter Name
  • আপডেট Friday, January 16, 2026
  • 5 জন দেখেছে
মো: রিয়াদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি:: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধির ফলে গ্রাহকদের জমাকৃত আমানতের পরিমাণও বেড়েছে।
মাইলফলকের দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে এনআরবিসি ব্যাংক। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ উর্দ্ধতন কর্মকর্তারা এবং অনলাইন প্লাটফর্মে শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছরের ডিসেম্বর শেষে আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৭৪টিতে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের আমানত অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬ লাখ ৩৩ হাজার ১৪১টি। এক বছরের ব্যবধানে সঞ্চয়ী হিসাব সংখ্যা বেড়েছে ২৪ শতাংশ। নতুন হিসাব খোলা হয়েছে ৪ লাখ ৩ হাজার ১৩৩টি। শরীয়াহভিত্তিক আল আমিন ইসলামী ব্যাংকিংয়ের আমানত হিসাব সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ।
এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের সংগৃহীত আমানতের পরিমান ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯০৫ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে আমানতের পরিমান ছিল ১৮ হাজার ৪১ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমান দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮০ কোটি টাকা। ঋণ আমানত অনুপাত (এডিআর) হয়েছে ৭৭ শতাংশ।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক চাহিদা পূরণের মাধ্যমে এনআরবিসি ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করেছে। গ্রাহকেরা তাদের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংরক্ষণের জন্য এনআরবিসি ব্যাংককে বেছে নিচ্ছেন। দ্রুত, সহজ ও সেবামুখী ব্যাংকিং ব্যবস্থাই এই আস্থার মূল ভিত্তি।” তিনি এ অর্জনের জন্য গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, স্পন্সর, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বর্তমানে এনআরবিসি ব্যাংক সারাদেশে ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে সেবা দিচ্ছে। এছাড়া, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকটি সব শাখা ও উপশাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে।- বিজ্ঞপ্তি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর