নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জামায়াতের লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা। এ ধরনের রাষ্ট্রনীতি বাস্তবায়ন করা হলে দেশে অভাব অনটন থাকবে না। বেকারত্ব দূর হবে। আজ শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের লক্ষণপুরে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হালিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা আমির কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা।
উঠান বৈঠকে আজহারুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ গরিব নয়। এ দেশকে পঙ্গু করতে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ গরিব হলে এত টাকা বিদেশে পাচার হতো না। এই টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া গড়া হয়েছে। সেখানে দুর্নীতিবাজ ফ্যাসিস্টদের লোকজন বসবাস করেন। তারা বাংলাদেশের কখনো ভালো চায়নি। এখনো চায় না।
ভোটের বিষয়ে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এটা আপনাদের নৈতিক অধিকার। তবে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের বিচার ও বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে জুলাইযোদ্ধাদের আত্মত্যাগকে স্বীকৃতি এবং তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করতে হবে। সেজন্য অবশ্যই জুলাইয়ের পক্ষে শক্তিকে ভোট দিতে হবে। সে ক্ষেত্রে সৎ যোগ্য প্রার্থী বেছে নিতে হলে অবশ্যই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে। পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে সিল মারতে হবে।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার আন্দোলন না হলে সাধারণ মানুষ মাঠে না নামলে তারা ১০০ ভাগ দেশটিকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করত। বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি। তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। এবার তাদের সুযোগ এসেছে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে ভোটারকে ভোটদানে কেউ বাধা প্রদান করলে, এদেশের মানুষ তাদের ছেড়ে কথা বলবে না। এর আগে তিনি সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের মধ্যপাড়ায় আরো একটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন।