January 15, 2026, 3:06 pm

জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের অনেক দায়িত্বশীল হতে হবে : জাহিদ হোসেন

Reporter Name
  • আপডেট Friday, January 9, 2026
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের কর্মী, তাদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সুশৃঙ্খল অবস্থা বজায় রাখতে না পারি তাহলে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশকে যেভাবে দেখতে চান, সেভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারব না। আজশুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিনাজপুরে আগমন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় তারেক রহমানের সফর সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় জরুরি সভায় দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে দিনাজপুর জেলার অন্য আসনের সংসদ সদস্য প্রার্থীসহ জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তর অঞ্চল সফরের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিনাজপুর যাবেন। ওই দিন তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে নানা, নানি, মামা, খালার কবর জিয়ারত করবেন।
এ ছাড়া তিনি বালুবাড়ি ‘তৈয়বা ভিলা’ যেখানে মা বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোর কেটেছে, সেখানে যাবেন। এই বাড়িতে তাঁর পিতা জিয়াউর রহমানের অনেক স্মৃতি রয়েছে। এর আগে তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাবেন। সেখানে তিনি জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুটি দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর