January 16, 2026, 6:19 pm

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

Reporter Name
  • আপডেট Sunday, April 20, 2025
  • 48 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি, ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক ও স্কুলের সভাপতি মো. শাহ আলম প্রধানের সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড. মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি ও জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আ. ক. ম মোফাজ্জল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন। এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, প্রিন্সিপাল হুমায়ুন কবির, মোজাম্মেল হক মাস্টার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াসিন মোল্লা, নরুন দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ কুদরত উল্লাহ, ওই স্কুলের সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম, আমিরুন জান্নাত, রেলওয়ে কর্মকর্তা আজমুল হোসেন, ইউপি সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল, মো. ওসমান আলী শেখ, বিল্লাল হোসেন ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী আকন্দ, আসিফ আকবর, বিশিষ্ট ব্যবসায়ী অলিউল্লাহ খন্দকার, মো. আমিন উদ্দিন, মো. ফারুক খান, কালাম ভুইয়া প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর