January 16, 2026, 9:26 pm

স্কিল আপের সঙ্গে আনসার ভিডিপির জাপানিজ ভাষা শিক্ষা সমঝোতা চুক্তি

Reporter Name
  • আপডেট Friday, January 16, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাপানিজ ভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যে স্কিল আপের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর সদস্যদের জাপানিজ ভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং স্কিল আপের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মো. আবুল মনজুর মোর্শেদ ও প্রোগ্রাম ম্যানেজার ফাহমিদ আহামদ। এ সময়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্কিল আপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কিল আপের একটি দক্ষতা উন্নয়ন ও পরামর্শমূলক প্রতিষ্ঠান, যা বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে বাহিনীর সদস্যরা স্কিল আপের ব্যবস্থাপনায় জাপানিজ ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং পরবর্তীতে জাপানের শ্রমবাজারে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি অর্জন করবেন। এই উদ্যোগ বাহিনীর সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর